International Activities

International Activities Of Dr. M A Halim Khan

শশব্যস্ত টাইম স্কোয়ার, নিউইয়র্ক ,ইউএসএ

চাকচিক্যময় রাতের লাস ভেগাস

প্রশান্ত মহাসাগর, সান্তা মনিকা বীচ , লস এঞ্জেলস

নিউইয়র্কের হাডসন নদীতে রিভার ক্রুইজ।

অভিনয়ের সময় কিভাবে বৃষ্টি এবং ঢল নামানো হয় সেটি লাইভ দেখানো হলো হলিউড পরিদর্শনের সময়।

টাইম স্কোয়ার, নিউইয়র্ক

রাতের নিউইয়র্ক

ওয়াশিংটন ডিসি

সার্কাস

প্রশান্ত মহাসাগর দেখতে এভাবেই প্রতিদিন মানুষের ঢল নামে।সান্তা মনিকা বীচ , লস এঞ্জেলস, ইউএসএ।

Washington Monument & White House

ক্যাপিটাল হিল , যুক্তরাষ্ট্রের জাতীয় সংসদ

ওয়াশিংটন ডিসি, হোয়াইট হাউসের আশেপাশের এলাকা

আমেরিকার মিশিগান শহরের সবুজ গাছপালায় পরিবেষ্টিত বাড়িগুলো দেখলে মন ভরে যায়।

আজ আমেরিকার প্রেসিডেন্ট এর বাসভবন 'হুয়াইট হাউজ' দেখতে গিয়েছিলাম।

মিশিগান থেকে নিউইয়র্ক প্রায় এক হাজার মাইল পথ পাড়ি দিলাম। একটুও ক্লান্তি লাগেনি। এক ইঞ্চি রাস্তাও ভাঙা নেই।গাড়ি চালিয়েছে দুই এক্স বুয়েটিয়ান ড. ফজলে আহাদ যে আমেরিকার ফোর্ড কম্পানিতে নিজেই গাড়ি তৈরী করে আরেকজন তার অর্ধাঙ্গিনী ফারা তাসিন যে আমেরিকার রোডস & হাইওয়ে এর সরকারি ইঞ্জিনিয়ার। বুয়েটের অসংখ্য ইঞ্জিনিয়ার আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে আমেরিকাকে একটি "ছবির মতো" সুন্দর দেশ বানাচ্ছে। আমাদের দেশে মেধাবীদের কোনো কদর নেই। তাই মেধাবীরা ছুটে বেড়াচ্ছে যে দেশে তাদের মূল্যায়ন আছে সে দেশ সাজাতে। 'Brain drain' নিয়ে আমাদের কোনো আপসোস বা দু:খবোধ নেই!

লস এঞ্জেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আফ্রিকানদের নৃত্য।

"বেভারলি হিলস" যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে অবস্থিত একটি অত্যন্ত ব্যয়বহুল এবং অভিজাত এলাকা।প্রতিদিন হাজারো পর্যটক এলাকাটি দেখতে আসেন। হলিউডের বিখ্যাত সুপাস্টাররা এই এলাকায় বসবাস করেন।

যদি ধৈর্য এবং সময় থাকে তাহলে দেখতে পারেন হলিউডের বিশ্ববিখ্যাত ইউনিভার্সেল স্টুডিওতে পরিবেশিত লাইভ একশান ড্রামা।

ড্রামা শুরু হবার আগে অভিনেতারা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। বিশ্ববিখ্যাত ইউনিভার্সেল স্টুডিও , হলিউড ,লস এঞ্জেলস।

ইউনিভার্সেল স্টুডিও ,হলিউড

তিনি একজন রোবট। কারো সাহায্য ছাড়াই তিনি বাড়ি বাড়ি গিয়ে মালামাল ডেলিভারি দিয়ে থাকেন।হলিউডের যে হোটেলে আমরা উঠেছি তার সামনে দিয়ে তিনি আজ হেঁটে যাচ্ছিলেন।তার নাম পদ্মা।

মনোমুগ্ধকর রাতের লাস ভেগাস।

আমেরিকার লাস ভেগাসে অবস্থিত একটি ভবনের অপরুপ দৃশ্য।রাতের লাস ভেগাসের অপরুপ দৃশ্য দেখতে প্রতিদিন হাজার মানুষ ভিড় জমায়।

Dr. M A Halim Khan

Chamber Locations

1. Labaid Diagnostic

Address: House # B65, Chowdhury Para, Malibagh, Dhaka

Phone: +880 1766660208

Visiting Hour: 7.30pm to 10.30pm

Open Days: Saturday, Monday & Wednesday

2. Farazy Hospital

Address: Banasree, Dhaka

Phone: +880 1766111137

Visiting Hour: 5.00pm-7.30pm

Closed Days: Friday and Tuesday