ডায়াবেটিস, থাইরয়রড ও হরমোন বিশেষজ্ঞ ডা. এম. এ. হালিম খান ১৯৭৮ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহ অঞ্চলের নেত্রকোনা জেলায় জন্ম গ্রহণ করেন। স্কুল জীবন থেকে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত রয়েছে তার বর্ণাঢ্য একাডেমিক ক্যারিয়ার। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুল এ বৃত্তি পেয়ে উপজেলায় প্রথম, অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুল এ বৃত্তি পেয়ে জেলায় প্রথম এবং এসএসসি ও এইচ এস সি তে লেটার মার্কস পেয়ে ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজে। সেখান থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাস করে পরবর্তি কালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করেন। চাকরিকালীন তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ড্রক্রাইনোলজি বিভাগ থেকে থিসিস পরীক্ষায় অনার্স মার্কসহ ডক্টর অব মেডিসিন (এমডি) ডিগ্রি অর্জন করে, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ হন। এর আগে বারডেম হাসপাতাল থেকে তিনি ডায়াবেটিস এর উপর উচ্চতর কোর্স সম্পূর্ণ করেন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে রয়েছে তার সরব উপস্থিতি।প্রথম আলো, ইত্তেফাক, ইনকিলাব, সমকাল সহ দেশের প্রায় শীর্ষস্থানীও জাতীয় দৈনিকে তার স্বাস্থ্যবিষয়ক কলাম অত্যান্ত গুরুত্বের সাথে ছাপা হয়ে থাকে।এছাড়া দেশের শীর্ষস্থানীও বেশকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল তার সাক্ষাতকার এবং গণসচেতনতামূলক প্রোগ্রাম ধারাবাহিক ভাবে প্রচার করে থাকে। ডক্টর খান চিকিৎসাবিজ্ঞানের জন্য নিবেদিত প্রাণ একজন মানবতাবাদী, উদার মানসিকতা সম্পন্ন, বিনয়ী এবং সদাচারী চিকিৎসক। মানুষের কল্যাণ তার জীবনের মূলমন্ত্র। রোগীদের সাথে চমৎকার মানবিক সুন্দর আচারনের জন্য তিনি তার রোগী এবং সহকর্মীদের কাছে অত্যান্ত জনপ্রিয়। রোগীদের সহজেই ভালবাসার বন্ধনে আবিষ্ট করার এক অনন্য ক্ষমতা রপ্ত করেছেন তিনি। সম্পূর্ণ সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠা ডক্টর খানের সংস্কৃতির প্রতিটি শাখায় রয়েছে সমান পারদর্শিতা।এই সব্যসাচী বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাবিজ্ঞান চর্চার পাশাপাশি কবিতা লেখা, কবিতা আবৃত্তি, গান গাওয়া বই পড়া, বই লেখা ইত্যাদি বিষয়ে ইতিমধ্যে অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। পোস্ট গ্রেজুয়েট মেডিকেল চিকিৎসকদের জন্য তার লেখা Impulse বইটি দারুণ ভাবে চিকিৎসকদের প্রশংসা কুড়িয়েছে। ইতিপুর্বে বাংলা একাডেমির বইমেলায় দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থাগুলো তার একাধিক বই প্রকাশ করেছে। ডায়াবেটিস এর উপর লেখা তার এই বইটি এদেশে মহামারী আকারে আবির্ভুত হওায়া ডায়াবেটিস রোগ বিষয়ে গণসচেতনতা ববৃদ্ধি এবং ডায়াবেটিক শিক্ষা( Diabetes Education ) প্রদানে অসমান্য অবদান রাখবে বলে আশা রাখছি। সম্প্রতি তিনি আমেরিকার বিশ্ব বিখ্যাত মায়ক্লিনিকের সিঙ্গাপুর ব্রাঞ্চ থেকে ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোন বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ “Training in advanced Endocrinology” সম্পন্ন করেছেন। বিশ্বে ডায়াবেটিস এর সবচেয়ে বড় সংগঠন আমেরিকা ডায়াবেটিস এসোসিয়েশন (ADA) এর একজন অন্যতম সদস্য। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তিনি চিকিৎসা বিষয়ক অসংখ্য বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেছেন। তিনি একজন দক্ষ একাডেমিসিয়ান এবং অত্যন্ত জনপ্রিয় মেডিকেল শিক্ষক। আমেরিকার বোস্টন ইউনিভারসিটি থেকে ডায়াবেটিসের উপর উচ্চতর প্রশিক্ষণ কোর্সে প্রায় শতভাগ নাম্বার পেয়ে তিনি এশিয়ার ১৭ টি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। চিকিৎসা জগতের স্বনামধন্য এই চিকিৎসক বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এ ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।
Year | Degree | Institue |
2003 | MBBS | Mymensingh Medical College |
2016 | BCS Health (Endocrinology & Metabolism) | BSMMU |
Department | Hospital | Country |
Advanced Endocrinology | MAYO Clinic. | Singapore |
Advanced Diabetology | Boston University | USA |
Created by Panacea Live